Logo

গল্প চুরির অভিযোগে আইনি ঝুঁকিতে করণের ‘হোমবাউন্ড’

profile picture
বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৭
7Shares
গল্প চুরির অভিযোগে আইনি ঝুঁকিতে করণের ‘হোমবাউন্ড’
ছবি: সংগৃহীত

অস্কারের শর্টলিস্টে জায়গা করা ‘হোমবাউন্ড’ সিনেমা এবার আইনি ঝামেলায় পড়েছে। নির্মাতা ও প্রযোজক করণ জোহর এবং নেটফ্লিক্স-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তোলা হয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা দাবি করেছেন, ২০২১ সালে প্রকাশিত তার উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে অনুমতি ছাড়াই সিনেমার প্লট, চরিত্র ও প্রেক্ষাপট নেওয়া হয়েছে।

পূজা জানান, ২০২০ সালের করোনা মহামারিতে ভারতের পরিযায়ী শ্রমিকদের কষ্টের ওপর ভিত্তি করে লেখা তার বইয়ের কাহিনী ও চরিত্র সিনেমার সঙ্গে মিল রয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয় অর্ধেকের সঙ্গে।

বিজ্ঞাপন

এ অভিযোগের ভিত্তিতে তিনি ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তার সৃজনশীল কাজ ব্যবহার করা মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।

এদিকে, করণ জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। সংস্থা আইনি নোটিশ পাওয়ার পর আইনজীবীদের পরামর্শ নিয়ে আইনি পথেই মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD