Logo

নিজ অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় ইউটিউবারের মরদেহ উদ্ধার

profile picture
বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬
3Shares
নিজ অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় ইউটিউবারের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভ্রমণভিত্তিক কনটেন্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত ইউটিউবার ‘অ্যাডাম দ্য উ’ আর নেই।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

৫১ বছর বয়সী এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের প্রকৃত নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। মার্কিন গণমাধ্যম পিপল জানিয়েছে, ওসসিওলা কাউন্টি শেরিফ দপ্তর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পাওয়ায় তার এক পরিচিত ব্যক্তি উদ্বিগ্ন হয়ে পড়েন। মই ব্যবহার করে তিনি তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে বিছানায় অ্যাডামকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে কোনো ধরনের সহিংসতা বা জোরপূর্বক প্রবেশের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

২০০৯ সালে ইউটিউবে পথচলা শুরু করলেও ২০১২ সালের পর থেকে নিয়মিত কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পান অ্যাডাম। টানা পাঁচ বছর প্রতিদিন ভ্লগ প্রকাশের বিরল কৃতিত্ব রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যই ঘুরে দেখা এই ভ্রমণপ্রেমী ইউটিউবার ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ড নিয়ে অসংখ্য ভিডিও বানানোর কারণে ভক্তদের কাছে ‘ডিজনি বিশেষজ্ঞ’ হিসেবেও পরিচিত ছিলেন। পরিত্যক্ত শহর, রহস্যময় স্থাপনা ও ইতিহাসের অজানা গল্প ছিল তার ভিডিওর অন্যতম আকর্ষণ।

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে অনুসারী ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। ঘনিষ্ঠ বন্ধু জাস্টিন স্কার্ড এক আবেগঘন বার্তায় বলেন, “পৃথিবী আজ একজন উজ্জ্বল নক্ষত্রকে হারাল, আর আমি হারালাম আমার জীবনের অমূল্য একজন মানুষকে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, মৃত্যুর একদিন আগেই—২১ ডিসেম্বর—অ্যাডাম ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা নিয়ে একটি প্রাণবন্ত ভিডিও প্রকাশ করেছিলেন। হাসিমুখে করা সেই ভিডিওই যে তার শেষ স্মৃতি হয়ে থাকবে, তা কল্পনাও করতে পারেননি তার ভক্তরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD