সারাদেশে বেগম রোকেয়া দিবস উদযাপন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪


সারাদেশে বেগম রোকেয়া দিবস উদযাপন
ছবি: প্রতিনিধি

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বেগম রোকেয়া দিবস ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতদের সম্মননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদেও প্রতিনিধিদেও পাঠানো খবর পড়ুন:


খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্ত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, থানার তদন্ত ওসি আব্দুল গফুর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে উপজেলা শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়।


কাউনিয়া (রংপুর) : রংপুরের কাউনিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস স্বরণে গ্রীন ভয়েস উপজেলা শাখার উদ্যোগে মীরবাগ কলেজে অনুষ্ঠিত হয়েছে, কাউনিয়া উপজেলা শাখার সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলার সভাপতি আকরাম মাহমুদ, সহ-সভাপতি ইমরান হোসেন, তানজাহার ইসলাম তামান্না। সাংগঠনিক সম্পাদক আজমুল হাসান রিদয়, মৌমিতা আক্তার মৌ। যুগ্ম সাধারণ সম্পাদক আখিঁ আক্তার, প্রচার সম্পাদক কামরুজ্জামান কাজল, রফিক বিন আনসারী, নুসরাত জাহান নুপুর, রুমা আক্তার প্রমুখ। 


কমলগঞ্জ(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।



ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক। 


শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজন সম্মেলণ কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শেখ জাবের আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, জয়িতা রিনু বেগম প্রমুখ।


শিবচর (মাদারীপুর) : শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জয়ীতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পাঁচজন নির্বাচিত জয়ীতা নারীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এসময়  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা আতিকুর রহমান,  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামীমা নাসরিন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা শারমিন আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

মোল্লাহাট (বাগেরহাট) : মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও ব্যাপ্টিষ্টের সহযোগিতায় বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান। উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত লুবনা আক্তার, বিনা হালদার, শাহিদা বেগম, সাথী বিশ্বাস ও খাদিজা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার হরেকৃষ্ণ অধিকারী। 


সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলায় বেগম রোকেয়া দিবসে ৩নারী তিন ক্ষেত্রে পেয়েছেন জয়িতা সম্মাননা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের এ সম্মাননা দেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

এরা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ফাতেমা জাহান নিপা, সফল জননী নারী হিসেবে রোকেয়া বেগম ও  নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় আকলিমা খাতুন। উপজেলা নির্বাহি অফিসার আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, সদরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রকৌশলী আ. মমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য প্রমুখ। 


থানচি (বান্দরবান) : বান্দরবানের থানচিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। 


চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম লিটু প্রমূখ। আলোচনা শেষে আরজিনা খাতুন ও হোসনে আরা আক্তার হাসীকে জয়ীতা সম্মাননা পদক প্রদান করা হয়।


তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমাইয়া মমিন।  তিতাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা সহকারী কমিশন ভুমি মিলন চাকমা, কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,তিতাস থানা প্রতিনিধি কমল সাহা প্রমুখ। সংবর্ধনাপ্রাপ্ত জয়ীতারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, আসমা বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিরিনা আক্তার,সফল জননী নারী আফরোজা জামান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু শিল্পী, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে খাদিজা আক্তার।


তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও ৫ জন জয়িতাতে সম্মননা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহিঅফিসার শেখ মো. রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নারী নেত্রী গুলশান আরা প্রমুখ।  


খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে এ সম্মাননা স্মারক ও সনদ উপহার দেওয়া হয়। জয়িতা পুরষ্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী কাচিনীয়া গ্রামের রশিদা বেগম,  শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের ছাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা. রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখা ছাতিয়ানগড় গ্রামের শ্রী মতি মুক্তি রাণী রায়। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। 


এসডি/