সারাদেশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪


সারাদেশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ছবি: প্রতিনিধি

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস পালিত হয়। ৪৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দুর্নীতি, অনিয়ম বিরোধী মানববন্ধন, আলোচনা সভা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: 


ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়। গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলানিন সাদাত ,যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, এমদাদুল হক মিলন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া ছাত্রনেতা শাকিল আহমেদ, গাজী মাহমুদ,  শামীম, মোকলেছুর, আকাশ, সম্পদ, আরজু প্রমুখ।


রাজাপুর (ঝালকাঠি):  রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাঈম, সদস্য মাহিম, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌহিদুল রহমান খান তামান, সাংগঠনিক সম্পাদক মো. সজীব হোসেন বাপ্পি, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মিজানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা বিগত ১৬ বছরে আওয়ামী সরকারের সময়ে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি দিতে হবে। 


পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিশ্ব মানাবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (মাউক) এর নিজস্ব কার্যালয়ে পরিচালক এ্যাড. এফ,এম,এ রাজ্জাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ‘দুর্নীতিকে না বলি মানবাধিকার রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের নানাবিধ দুর্নীতি, অনিয়ম সহ মানবাধির পরিস্থিতির উপর আলোচনা রাখেন। সভায় বক্তৃত্বা করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এস, এম আলাউদ্দীন রাজা ও কোষাধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল। উপস্থিত ছিলেন এফ, এম, বদিউজ্জামান, উজ্জল দাস, আব্রাহাম সরকার, তরুন হালদার, মিজানুর রহমান, নাফিজ ইকবাল সুরঞ্জন বৈদ্য প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) :  গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভাপত্বিত করেন বিশ্ব মানবধিকার সংস্থার সভাপতি মো. শাজাহান মিয়া, অনুষ্ঠান সঞ্চালনা  করেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান। অতিথি উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, দলিল লেখন সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ মানবাধিকার সংস্থার  কর্মীরা।


কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে যশোর-ঝিনাইদহ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে দেওয়া বক্তব্যে ছাত্রদলের নেতারা বিগত সরকারের  শাসন আমলে বিএনপি’র গুম হওয়া নেতাকর্মীদের ফেরত ও খুন হওয়া নেতাকর্মীর খুনিদেরকে সঠিক বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তব্যে তারা আরো উল্লেখ করেন, আগামীতে  মানবাধিকার লংঘন করার সাহস আর যেন কেও না পাই সেজন্য পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত করতে হবে। সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদল এর আহবায়ক সাজিদ হাসান জনির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  মৌসুম উদ্দিন শোভন, প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, শাহাদাত হোসেন রিওন, মেহেদী হাসান হিরন, মনিরুজ্জামান মুন্না, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, হারুন অর রশিদ রাজা, ইফতি জাহান, খালিদ সাইফুল্লাহ শাওন সহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের  সকল ইউনিটের নেতৃবৃন্দ। 


চাঁদপুর: গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী বক্তব্য রাখেন। চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদল ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে উপজেলার নতুন বাজার এলাকায় লেবুখালী বাউফল মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব মো. সুমন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রিয়াজ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


সাভার: সারা দেশের ন্যায় সাভারেও বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এণ্ড হেল্থ ফাউন্ডেশনের এর উদ্যোগে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে থেকে যাত্রা শুরু করে পাকিজা মোড়ে হয়ে একই স্থানে শেষ হয়। এসময় সংগঠনের প্রায় একশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে দিবসটির উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মো. তহিদুল হক (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এণ্ড হেলথ ফাউন্ডেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসিডেন্ট, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক, এম.কে গ্রুপ।  মুহাম্মদ আলমগীর কবির, জেনারেল সেক্রেটারী (ভারপ্রাপ্ত), সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও চিফ। কনসালট্যান্ট, আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি, সাভার। মো. মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক, সাভার পৌর বিএনপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন রফিক মামুন, চেয়ারম্যান, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এণ্ড হেলথ ফাউন্ডেশন। মামুন চৌধুরী, পরিচালক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন। 


লালপুর (নাটোর) : দিবসটি উপলক্ষে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নাটোরের লালপুরের ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে  কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে গোপালপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক অন্তরের সভাপতিত্বে বক্তব্য দেন লালপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক রায়হান কবির সুইট, গোপালপুর পৌর ছাত্র দলের আহবায়ক হাসান আলী, যুগ্ম আহবায়ক রুৎফর রহমান মাফি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, ওয়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক জামিল হোসেন বিজয়, গোপালপুর পৌর ছাত্রদলনেতা মৃদুল খান, ফাইম হোসেন নিরব ও তানভরি আহমেদ প্রমুখ। 


পূবাইল (গাজীপুর): গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো.  রাজিব মিয়া,  সাবেক আহ্বায়ক পূবাইল থানা ছাত্রদল,  মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, তানভীর ইসলাম শুভ সভাপতি পদপ্রার্থী পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখা ও আসাদুজ্জামান খান শিমুল সভাপতি পদপ্রার্থী পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখা। মো. সাব্বির হোসাইন সাবেক যুগ্ম আহবায়ক পুবাইল থানা ছাত্রদল ও সভাপতি পদপ্রার্থী পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা আদিব মোল্লা সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখা। সিয়াম মোল্লা সাধারণ সম্পাদক পদপ্রার্থী পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ 


এসডি/