কক্সবাজার সৈকতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪
বিশ্বভ্রমণ পর্বে বাংলাদেশে প্রথম জনসম্মুখে দেখা মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শিত হয়েছে এই ট্রফিটি। যা রাখা হবে বিকাল ৪ টা পর্যন্ত। ট্রফিটি প্রদর্শনের খবরে পর্যটকদের পাশাপাশি অসংখ্য উৎসুক জনতার ভিড় জমে সেখানে। আর ট্রফি প্রদর্শনী ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা।
আরও পড়ুন: এক দিনেই তিন হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সমুদ্র সৈকতে আইসিসি ট্রফি প্রদর্শনকে ঘিরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা। বিকালের মধ্যেই ট্রফিটি প্রদর্শন শেষে ঢাকায় নিয়ে যাওয়া হবে জানিয়েছেন তিনি।
বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম এক বিজ্ঞপ্তিতে জানান, দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানী ‘ডিপি ওয়ার্ল্ডে’ এর তত্ত্বাবধানে ট্রফিটির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আইসিসি টুর্ণামেন্টের সর্বশেষ আয়োজক দেশ পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটি প্রদর্শনের অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষে গত ২৬ নভেম্বর ট্রফিটি নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। গত ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শিত হয়। এরপর শুরু হয় ট্রফিটির বাংলাদেশ সফর পর্ব। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: ভারত উড়িয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিরাপত্তায় থাকা র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম, র্যাবের ৩০ সদস্যদের একটি টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই আনন্দের সঙ্গে দেখছি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
এসডি/