বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করবেন ড. ইউনুস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ১২ই ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এস আলমের মাসুদ-আকিজের বিরুদ্ধে প্রতারণা মামলা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬:৫৫ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবেন।’
বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নাম প্রকাশ করে তাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আরও পড়ুন: বৈশ্বিক ক্ষুধা সূচক: অপুষ্টিতে ভুগছে বাংলাদেশের ১১.৯ শতাংশ মানুষ
১৪ ডিসেম্বর দিনটি বাঙালি জাতির জীবনে একটি বেদনাময় দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে এবং পাকিস্তানিরা যখন তাদের অনিবার্য পরাজয় উপলব্ধি করে তখন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস্ বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণিপেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা
