Logo

কবি হেলাল হাফিজের প্রথম জানাজা নামাজ সম্পন্ন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৩:৪৫
37Shares
কবি হেলাল হাফিজের প্রথম জানাজা নামাজ সম্পন্ন
ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই শুরু হয়েছে সে প্রস্তুতি

বিজ্ঞাপন

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১.৩০ মিনিটে বাংলা একাডেমিতে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ইতোমধ্যেই শুরু হয়েছে সে প্রস্তুতি। চলছে কবর খোঁড়ার কার্যক্রম।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল ফটকে প্রবেশের পর বামপাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানের জায়গায় হেলাল হাফিজের কবর খোঁড়ার কাজ চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা হয় লিটন নামের এক কবর খোঁড়া ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, কবি হেলাল হাফিজের জন্য এখানে কবর খোঁড়া হচ্ছে। সকাল ৯টার পর থেকেই আমরা কবর খোঁড়ার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত খননের কার্যক্রম প্রায় শেষের দিকে। আশা করি কিছুক্ষণের মধ্যেই কবর রেডি হয়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে কবি হেলাল হাফিজ গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে।

বিজ্ঞাপন

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পান তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD