শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্র্বতী সরকার : শফিকুল ইসলাম


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪


শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে অন্তর্র্বতী সরকার : শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্র্বতী সরকার। 


শনিবার (১৪ ডিসেম্বর)  মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে এটি শহিদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। 


শফিকুল আলম বলেন, ৭১ এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ। ৭১ এর সময়ে পাক হানাদার বাহিনীরা যেভাবে করে ধরে নিয়ে গেছে, সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে।



আরএক্স/