আরিচা-কাজিরহাট রুটে আবারও চালু হলো স্পিডবোট সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪


আরিচা-কাজিরহাট রুটে আবারও চালু হলো স্পিডবোট সার্ভিস
ছবি: সংগৃহীত

আরিচা-কাজিরহাট নৌরুটে চার মাস পর আবারও স্পিডবোট সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


শনিবার (১৪ ডিসেম্বর) পাবনার কাজিরহাট বন্দরে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ'র ভারপ্রাপ্ত পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন।


আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে মাথাপিছু আয়ে এগিয়ে বাংলাদেশ


এ কে এম আরিফ উদ্দিন বলেন, গত ৫ আগস্টের পর আরিচা-কাজিরহাট নৌরুটের দুপাড়ের বোট মালিকরা লাপাত্তা হয়ে যায়। তাদের অনুপস্থিতিতে টানা ৪ মাস স্পিডবোট চলাচল বন্ধ হয়ে পরে। ভোগান্তিতে পড়ে দুপারের সাধারণ যাত্রীরা।


তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি লাঘব করতে রুটটি চালুর উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। লাপাত্তা হওয়া মালিকদের রুট পারমিট বাতিল করে কর্তৃপক্ষ। নতুন করে স্পিডবোট মালিকদের নিকট থেকে রুট পারমিটের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এরই আলোকে প্রথম অবস্থায় কাজিরহাট ঘাটের ৪৩টি ও আরিচা ঘাটের ১১টি স্পিডবোট চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। 


আরও পড়ুন: নৌ উপদেষ্টার বিআইডব্লিউটিএ পরিদর্শন


এ সময় আরিচা বন্দর পোর্ট অফিসার মামুনর রশিদ রশিদ, নগরবাড়ি নদী বন্দরের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিলসহ বিআইডব্লিউটিএ'র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আরিচা ও কাজিরহাট ঘাটের  স্পিডবোট মালিকগণ উপস্থিত ছিলেন।


এমএল/