Logo

আদর-যত্নে বহাল তবিয়তেই আছেন ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৫
198Shares
আদর-যত্নে বহাল তবিয়তেই আছেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট থেকে ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন

বিজ্ঞাপন

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ও দাপটশালী নেতা ওবায়দুল কাদের এখন কোথায় আছেন, কি করছেন তা নিয়ে যেন দেশবাসীর মধ্যে সবসময় কৌতূহল কাজ করেই যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাদের রয়েছেন এমন সংবাদ চাউর হলেও এটা নিশ্চিতভাবে জানা গেল ৮ নভেম্বর তিনি ভারতের কলকাতায় পৌঁছেছেন। গত ৫ আগস্ট থেকে ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন। কীভাবেই বা দেশ থেকে পালালেন।

খবর রয়েছে, তিনি এক বিশেষ স্থানে আদর-যত্নে বহাল তবিয়তে দিন কাটাচ্ছিলেন। তবে কীভাবে দেশ ছাড়বেন তার জন্য ফন্দি-ফিকির করছিলেন। গ্রিন সিগন্যাল আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং শহরে পৌঁছান। আর সেখান থেকেই উড়াল দেন কলকাতার উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করছিলেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব।

আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেশি বেগবান হয়।আর সেটারই পরিণতিতে শেখ হাসিনার শেষ পর্যন্ত পতন নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ কারণে স্বৈরাচার হাসিনা কাদেরের ওপর যারপরনাই বিরক্ত রয়েছেন। তাকে নিয়ে ছাত্র-জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে।

ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাওয়ার আগে সিলেটে এক আত্নীয়ের ভারতে বেশ আদর যত্নেই দিন পার করছিলেন।তবে এবারও বিভিন্ন সুত্র দাবি করছে ভারতের মেঘালয়েও বিশেষ স্থানে আরামেই দিন কাটাচ্ছেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD