ডিসি-এসপি লটারি মাধ্যমে বদলির দাবি গোলাম পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মাঠ প্রশাসনের বদলিকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির প্রস্তাব দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে তিনি এই দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে পরিচালনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ভোট প্রক্রিয়া জনগণের আস্থার সঙ্গে সম্পন্ন করা সম্ভব।
বিজ্ঞাপন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত হলে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে এবং কমিশনার নাসির উদ্দিনের নামের সঙ্গে তা অমর হয়ে থাকবে।
এছাড়া জামায়াতের আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে কিছুটা সিদ্ধান্তহীনতার শিকার। তিনি বলেন, এটি দ্রুত সমাধান না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কঠিন হবে।








