Logo

দীর্ঘ চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময় জাতীয় নির্বাচন: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১২:০৪
13Shares
দীর্ঘ চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময় জাতীয় নির্বাচন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে দেশ ও জাতির জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘ চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময় এসেছে, তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সময় নষ্টের সুযোগ নেই। বরং সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দ্বীন বিজয়ের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে, তবে চ্যালেঞ্জও কম নয়। সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

২০১৭ সালে জামায়াত ঢাকা মহানগর শাখাকে উত্তর ও দক্ষিণে ভাগ করা হয়। তবে দীর্ঘদিন ধরে পুরানা পল্টনের দক্ষিণ কার্যালয় থেকে মহানগর উত্তরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন সদর দফতর চালু করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

একই দিন সকালে জামায়াত আমিরের সঙ্গে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকে আর্থিক খাতের কাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, করব্যবস্থা এবং সামাজিক খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মুহাম্মাদ সফিউল্লাহ। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে জাতীয় অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার কার্যক্রম আরও শক্তিশালী এবং টেকসই হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD