সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞাপন
কেক কাটা, ব্যানার বা আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২০ নভেম্বর ২০২৫ তারিখে কোনো প্রকার উৎসব বা আলোচনার আয়োজন হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল পরিচালনা করবেন।
বিজ্ঞাপন
এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদল দেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মনোভাব প্রকাশ করতে চাচ্ছে।








