যে আসনে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি জানান, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে তিনি ‘ট্রাক’ মার্কা নিয়ে এই আসনে নির্বাচন করবেন। নুর সভায় সকলের সহযোগিতা কামনা করেন।
নুর বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। তিনি আশ্বাস দেন, জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক স্তরেও তার পরিচিতি কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর নিজের নির্বাচনি এলাকায় জনসভায় অংশ নেওয়া নুর বলেন, রায়ের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। তিনি সতর্ক করেছেন, অতীতে দেশে যে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক নেতা বা দলের মুখোশ হয়ে উঠলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
নুর আরও বলেন, দেশের নতুন সংকট এড়াতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সমঝোতার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। আসন ভাগাভাগি এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্বাচন হলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।
বিজ্ঞাপন
জনসভায় নুর প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে চর এলাকা ও আশেপাশের উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসে সমন্বিত পরিকল্পনা করবেন। দীর্ঘদিনের অবহেলায় এলাকায় যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও জীবনমানের ঘাটতি দূর করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ।








