পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪
খুলনায় পাইকগাছায় গ্রেফতার এড়াতে পালানোর সময় গুরুতর আহত হয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: খুলনা পাইকগাছায় এজলাস কক্ষে অগ্নিকাণ্ড
রবিবার (১৫ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক বলে জানা গেছে। অভিযানের খবরে বিল্ডিংয়ের বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে, পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।ৎ
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর টের পেয়ে পালানোর জন্য বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আরও পুড়ন: পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা, আটক ৪
অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।
এসডি/