Logo

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৪, ২২:৩৩
31Shares
কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বিজ্ঞাপন

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্পার গাড়ির (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার পরিদর্শক ( তদন্ত ) দুর্জয় বিশ্বাস।

বিজ্ঞাপন

নিহতরা হল, পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ী এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী এক শিশু সন্তান।

বিজ্ঞাপন

আহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পরিদর্শক (তদন্ত)। 

স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, সকালে পেকুয়া টৈটং ইউনিয়নের হাজী বাজার বটগাছ তলা এলাকায় পেকুয়া উপজেলা সদর থেকে চট্টগ্রামমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ী ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু এবং দুইজন আহত হয়। এসময় স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  

বিজ্ঞাপন

পরে আহত শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে বলে জানান ওসি।

দুর্জয় জানান, নিহতদের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD