Logo

বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৮
54Shares
বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন
ছবি: সংগৃহীত

এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত চেষ্টা এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ

বিজ্ঞাপন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে লিটন বাহিনী। এমন সাফল্যের জন্য লাল- সবুজের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় অর্জন করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত চেষ্টা এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘এই ধরনের জয় শুধুমাত্র তোমাদের প্রতিভাকেই প্রদর্শন করে না বরং সারাদেশে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে, ক্রিকেটের প্রতি আমাদের যে গর্ব এবং আবেগকে আরও শক্তিশালী ও দৃঢ় করে। তোমাদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাক। পুরো জাতি তোমাদের বিজয় উদযাপনে ঐক্যবদ্ধ।’

প্রথম দুই ম্যাচের জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচটি ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন। যেখানে পুরোপুরি সফল হয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

এতে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD