জনগণের আকাংখা পূরণে কাজ করছে গণসংহতি আন্দোলন: জোনায়েদ সাকি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪
জুলাই আগষ্টে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু যে ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা সরকার দুঃশাসন চালিয়েছিল সেই ব্যবস্থা এখনও অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, জুলাই আগষ্টে অভ্যুত্থানের পরে জনগণের মাঝে যে আকাংখার সৃষ্টি হয়েছে তা পূরণে কাজ করে যাচ্ছি।
‘রাস্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ কেমন বাংলাদেশ চাই শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের টাউনহল চত্বরে গণসংলাপ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: জামালপুরে ভেকু দিয়ে মাটি বিক্রির মহোৎসব
গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে গণসংলাপে কেন্দ্রিয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রাসেল, সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, শামসুল আলম, এডভোকেট অমিত হাসান দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএল/