গাজীপুরের অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, গ্রাফতার ১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪


গাজীপুরের অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, গ্রাফতার ১
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ অপহৃত  মো. শফিকুল ইসলামের  জুনাইদ ইসলাম নামের ১৬ মাসের এক শিশুকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী মোসা. শাহিনা (৩০) নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শিশুটি ভাড়া বাসা থেকে অপহরণের শিকার হয় বলে জানিয়েছে গাছা থানা পুলিশ। অপহৃত শিশু নেত্রকোনা জেলার শফিকুল ইসলামের ছেলে। শিশু জুনাইদ তার পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।


গাছা থানা পুলিশ জানায়, অপহরণের ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) শিশুর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার পাগাড় মুন্ডাঘাট সংলগ্ন রাস্তার ওপর থেকে শাহিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা শিশু জুনাইদকেও উদ্ধার করা হয়।


এসডি/