সীমান্তে অসহায় দুস্তদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ

মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
সীমান্ত পরির্দশনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এজন্যই কোস্টগার্ড অসহায় মানুষের কাছে ভালোবাসা অর্জনের পাশাপাশি প্রিয় হয়ে উঠেছে। এসব কাজ করার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা দরকার। কক্সবাজার টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি আসলে তাদের অভ্যান্তরিক বিষয়। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনী পরাজয় করছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত বাসিন্দাদের পাশে রয়েছে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক বলেন, দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এসডি/
বিজ্ঞাপন








