কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার শিকদার তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা নামে একজন নিহত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে আজ উভয় পক্ষের সংঘর্ষ ঘটে। এ সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকরা। বেশকিছু ককটেলও বিস্ফোরণ হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছে।
পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এতথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
এসডি/