ঝিনাইদহে কীটনাশকের ব্যবহার বিষয়ে কৃষি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

ফসলের ক্ষেতে কীটনাশকের প্রয়োগ বিধি, ব্যবস্থাপনা ও কৃষকের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ঝিনাইদহে কৃষি বিষয়ক পরামর্শ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে এক প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে হরিণাকুন্ডু উপজেলার কায়েত পাড়া বাওড়ে এ প্রশিক্ষণের আয়োজন করে গোল্ডেন এগ্রোভেট লিমিটেড।
কায়েত পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, হরিণাকুন্ডুর অতিরিক্ত কৃষি অফিসার জি এম বদরুল হাসান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা উদয় রহমান, গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিচালক মুক্তার হোসেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ প্রাণ গেল ৩ জনের
সেসময় বক্তারা, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কীটনাশকের ব্যবহার বিধি ও কৃষকের স্বাস্থ্য সচেতনা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন। গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা শতাধিক কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশ নেয়। প্রশিক্ষণ থেকে ওই এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসডি/