ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনে আলোচনায় মা ছেলের মনোনয়ন ফরম উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন ফরম উত্তোলন।
বিজ্ঞাপন
১৫১ নম্বর সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন প্রয়াত সংসদ সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যক্ষ আখতার সুলতানা এবং তার সুযোগ্য পুত্র তানভীর আহমেদ রানা।
মা ছেলের একসঙ্গে মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নেতাকর্মীদের একাংশ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এটিকে রাজনৈতিক পরিবারের সুপরিকল্পিত ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিশ্লেষণ করছেন।
আরও পড়ুন: ঢাকার উদ্দেশে রওনা দিলেন হাদির পরিবার
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য প্রশাসনিক বা রাজনৈতিক জটিলতা বিবেচনায় রেখেই মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন ফরম উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কারণে একজনের মনোনয়ন চূড়ান্ত না হলে অপরজন নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। এমনকি উভয়ের মনোনয়ন বহাল থাকলে শেষপর্যায়ে একজন অপরজনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াতে পারেন এমন ধারণাও করছেন বিশ্লেষকরা।
এদিকে সাবেক সংসদ সদস্য মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র তানভীর আহমেদ রানা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তরুণ সমাজের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা কুড়িয়েছেন। এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, বাবার রাজনৈতিক আদর্শ ও অভিজ্ঞতার উত্তরাধিকার বহন করে তানভীর আহমেদ রানা ভবিষ্যতে ফুলবাড়ীয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আরও পড়ুন: বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রয়াত ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ ফুলবাড়ীয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী ও জনপ্রিয় নেতা ছিলেন। তার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ফলে মা ও ছেলের একসঙ্গে মনোনয়ন ফরম উত্তোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ীয়া জুড়ে বাড়তি আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, জেলা জামায়াতের সাবেক বহিষ্কৃত আমির অধ্যাপক মোঃ জসিমও একই আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, যা নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।








