Logo

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:২২
2Shares
বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও
ছবি: সংগৃহীত

বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বৃহস্পতিবার রাতে বান্দরবান পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের’ সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার করা হবে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে নির্ধারিত সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা এই কর্মসূচিতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় বান্দরবানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD