Logo

ঢাকার উদ্দেশে রওনা দিলেন হাদির পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৩
21Shares
ঢাকার উদ্দেশে রওনা দিলেন হাদির পরিবার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তার বোন জামাই আমির হোসেন হাওলাদার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে তারা ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে তারা নলছিটির খাসমহল এলাকায় অবস্থান করছিলেন। ওই এলাকায় ওসমান হাদির বৃদ্ধ মা, স্ত্রী ও তার একমাত্র সন্তান বসবাস করেন।

বিজ্ঞাপন

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন। তারা হাদির স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD