জুড়ীতে পরিত্যক্ত এয়ার গান উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রাম এলাকা থেকে এয়ার গানটি উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবি ডাকটিলা বিওপির একটি টহলদল পশ্চিম বটুলী গ্রামে সীমান্ত হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। এয়ার গানটি জুড়ী থানায় জমা দেয়া হয়েছে।








