Logo

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৬
4Shares
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবি হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র দাস ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবি (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার ভেতর ও আশপাশে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার হাতে দিপু চন্দ্র দাস গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা নিহতের মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এনে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD