কুড়িগ্রামে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা র্যালিসহ নানান আয়োজনে দিবসটি পালন করেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পায়রা অবমুক্ত করা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব মো. নুরজামাল বাহাদুর।
আরও পড়ুন: জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, কুড়িগ্রামে প্রতিবাদ সভা
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা,প্রধান আলোচক জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির ১ নং যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম বাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা আহবায়ক জাকি মো. আহসান হাবিব সজীবসহ অনান্য নেতাকর্মীরা।
এসডি/