মিরকাদিমে কামরুজ্জামান রতনের পক্ষ থেকে কম্বল বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪


মিরকাদিমে কামরুজ্জামান রতনের পক্ষ থেকে কম্বল বিতরণ
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের মিরকাদিমে বাংলাদেশ কেন্দ্রিয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ  জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 


আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একাধিক যানবাহনের সংঘর্ষ , আহত ১৫ নিহত ১


সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায়  মিরকাদিমের রিকাবী বাজার নুরপুর স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

এতে মিরকাদিম পৌর ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি  ‌বিপ্লব মাহামুদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক দলের সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক কাউন্সিলর ম.  গিয়াসউদ্দিন আহমেদ, পৌর বিএনপির  সা‌বেক দপ্তর সম্পাদক মো. শিপন জ‌মিদার, পৌর যুবদলের  যুগ্ম আহবায়ক আনোয়ার হো‌সেন আনু, পৌর মৎসজীবী দলের সাংগঠ‌নিক সম্পাদক ন‌ছির ভান্ডারী, মো. না‌সির, মোক‌লেছ, মো. শ‌ফি, মো. সো‌হেল, হা‌বিব, শিপন, এমরান ও ইমরান কাজী সহ অন্যরা। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।


এসডি/