Logo

দুইশ’র দোরগোড়ায় রাজশাহী, রাব্বির ৯৪

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:২৭
দুইশ’র দোরগোড়ায় রাজশাহী, রাব্বির ৯৪
ছবি: সংগৃহীত

দুইশ’র দোরগোড়ায় রাজশাহী, রাব্বির ৯৪

বিজ্ঞাপন

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে এসেছে । দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। আর সেই প্রত্যাবর্তনের প্রথমাংশ দারুণভাবেই রাঙিয়ে রাখল তারা। আর তাতে বড় অবদান রেখেছেন এনামুল হক বিজয় এবং চৌধুরী ইয়াসির আলী রাব্বি। দুজনেই পেয়েছেন ফিফটি। আর তাদের সেই ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং ১৯৭ লঅণৈল টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী। 

বিপিএলের প্রথম ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্ত নেন বল করার। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ। 

বিজ্ঞাপন

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD