জনবাণী’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে গৌরীপুরে প্রতিবাদ সভা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪


জনবাণী’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে গৌরীপুরে প্রতিবাদ সভা
ছবি: প্রতিনিধি

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম শফিক সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে গৌরীপুর প্রেসক্লাব। 


আরও পড়ুন: জনবাণী’র সম্পাদকসহ ৪ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন


সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনবাণী ও দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিনের  সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। 


এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মো. বিপ্লব (জনতা) ফারুক আহমেদ (দৈনিক ইনকিলাব)কমল সরকার (যায়যায়দিন) শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাক) রইছ উদ্দিন(যুগান্তর) তিলক রায় টুলু (ভোরের কাগজ) আনোয়ার হোসেন শাহীন (অবজারভার) শামীম খান (তৃতীয়মাত্রা) ফারুক আহমেদ ( জি নিউজ) সুজিত কুমার দাস (সময় বিডি.কম) আরিফ আহমেদ ( আজকের পত্রিকা) ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন) প্রমুখ। 


আরও পড়ুন: জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, কুড়িগ্রামে প্রতিবাদ সভা



নেতৃবৃন্দ বলেন,অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা মানে একটি ন্যাক্কারজনক ঘটনা। এই সময়ে এসে এই ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না। ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা এখনো ভোগ করতে পারছি না।


এসডি/