Logo

শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাতি

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৫, ২৪:৫৩
32Shares
শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাতি
ছবি: সংগৃহীত

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময়  বিক্রয় কেন্দ্রের নৈশপ্রহরী মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গারিতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত আনুমানিক রাত ৩ টার দিকে শিবচর পৌর বাজারের থানা রোডে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বিক্রয় কেন্দ্রের সাটার কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতদল। এসময় তারা গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ অর্থ লুট করে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় বিক্রয় কেন্দ্রের কোনো কর্মী উপস্থিত ছিলেন না।

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছেন।

বিজ্ঞাপন

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD