ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ, আহত ১০


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫


ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ, আহত ১০
ছবি: প্রতিনিধি

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া ও নিমতলা এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ নিহত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪ টার দিকে হাইওয়ের মাওয়ামুখী লেনের হাঁসাড়ায় পুর্বাসা পরিবহণের (ঢাকা মেট্রো ব-১৫৬৪৮০) একটি যাত্রীবাহী বাস সামনে থাকা অজ্ঞাত ট্রাকের পিছনে সজোরে  ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। 


অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলায় আব্দুল্লাহপুর পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১০৩৮৩) একটি মিনি বাস সামনে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। 


পৃথক এসব দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। নিমতলায় নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মো. মহিউদ্দিনের ছেলে রায়হান (৩৪) ও শ্রীনগর উপজেলার আটপাড়ার এলাকার কল্লিগাঁও গ্রামের মরহুম নূরুল ইসলামের ছেলে জীবন শেখ (২৪)। 


শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ক্যামেলিয়া সরকার জানান, হাসপাতালে আনার আগেই ৪ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে চিকিৎসা দেওয়া  হয়েছে। 


শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রথম দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও পরের দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের পরিচয় জানা জায়নি। লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 এ বিষয়ে জানতে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদের জিলানীর সাথে  মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 


আরএক্স/