কুবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় শীর্ষ দুই পদ পুনর্বহাল রেখেই ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেস বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি হিসেবে একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম। সদ্যসাবেক কমিটিতেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি শেখ মাজহারুল ইসলাম।
আরও পড়ুন: প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা
তিনি জানান, গতকাল রাত ৮টার দিকে মহানগর শিবিরের মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি সাক্ষরিত ব্যালটে সদস্যের সকলের ভোটে সভাপতি নির্বাচন করা হয়েছে। এবং পরবর্তীতে মনোনয়নের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচন করা হয়। তবে সেখানে সদস্যদের পরামর্শ নেওয়া হয়।
এর আগে গতবছরের ১৯ নভেম্বর প্রথমবারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি আত্মপ্রকাশ করেন।
আরও পড়ুন: শীতের আগমনে জাবি ক্যাম্পাসে গ্রামীণ অনুভূতি
নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, 'ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনিত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল (০৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।'
আরএক্স/