আন্দোলনে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৩ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


আন্দোলনে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
ছবি: সংগৃহীত

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবির পক্ষে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।


রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন। পরে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির তিনদিন ক্লাস-পরীক্ষা বন্ধ


আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে। পাশাপাশি কোনো ডিপ্লোমাধারী তাদের নামের সঙ্গে "কৃষিবিদ" পরিচয় ব্যবহার করতে পারবে না।


শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


এএস