চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৯ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীনকে।


এছাড়া কমিটিতে সিন্ডিকেট সদস্য, সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা এস এম ফজলুল হকসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করছে।


হাটহাজারী থানার ওসি আবু কাওছার মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি তবে মামলা করার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন: বাকৃবি উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা


চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, ঘোষিত সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা স্থগিত রয়েছে। মঙ্গলবার থেকে ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।


গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ হয়। ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে এ সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এক বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধরের ঘটনাকে সংঘর্ষের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।


আরও পড়ুন: চবি ক্যাম্পাসে থমথমে পরিবেশ, যৌথবাহিনীর কড়া টহল


উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে প্রশাসন ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে রয়েছে।


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণই প্রশাসনের প্রধান অঙ্গীকার।


এএস