চবি উপাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রীরা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সমাধান না করে শিক্ষক নিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়ার বক্তব্য দেওয়ায় উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একটি অংশ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ কর্মসূচি মিছিল আকারে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানান এবং হামলাকারীদের বিচার দাবি করেন।
আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার ভাই আইসিইউতে, ভিসি গেছে নিয়োগ বোর্ডে’, ‘আমার ভাই কোপ খায়, প্রশাসন ঘুমায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ ইত্যাদি।
এর আগে, রোববার সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগেই শুরু হয়ে যাওয়ায় তা বাতিল করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
তিনি আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের বিভিন্ন দপ্তর থেকে ফোন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে ছাত্রী সানু আক্তার নদী বলেন, “চবি মেডিকেলের তথ্যমতে ১৫শ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। অথচ উপাচার্য বলছেন মাত্র ২০০ জন আহত হয়েছেন। উনি কি সংখ্যা গোনায় ভুলে গেছেন?”
আরও পড়ুন: বাকৃবি উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা
অন্যদিকে, সানজিদা নামে এক ছাত্রী অভিযোগ করেন, “আমাদের ভাইদের খোঁজ না নিয়ে তিনি রুমে বসে শিক্ষক নিয়োগ দিয়েছেন। যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, তারা কি ঘটনার নিন্দা পর্যন্ত করেছেন?”
এদিকে বিক্ষোভের পর সোমবার বিকালে কলা ও মানববিদ্যা অনুষদের প্রভাষক নিয়োগ বোর্ড এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। তবে বিশেষজ্ঞরা ক্যাম্পাসে উপস্থিত থাকায় বাংলা বিভাগের শিক্ষক পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এএস