ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৭ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভে নামেন। হাইকোর্ট সম্প্রতি ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। এর পরপরই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন।


সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা স্লোগান দেন- ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’, ‘হাইকোর্টের প্রহসন মানি না, মানবো না’, ‘ডাকসু দিতে হবে’ ইত্যাদি।


আরও পড়ুন: বাকৃবি উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা


ঢাবি শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, "কার স্বার্থে ডাকসু স্থগিত করা হলো? এখানে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক।"


এজিএস পদপ্রার্থী ও বামপন্থি প্রতিরোধ পর্ষদ প্যানেলের জাবির আহমেদ জুবেল জানান, "শিক্ষার্থীরা অধীর আগ্রহে ডাকসুর অপেক্ষায় আছে। হাইকোর্টের নামে কোনোভাবে নির্বাচন বন্ধ করা যাবে না। ৯ সেপ্টেম্বরের মধ্যেই ভোট গ্রহণ করতে হবে।"


আরও পড়ুন: চবি ক্যাম্পাসে থমথমে পরিবেশ, যৌথবাহিনীর কড়া টহল


তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন থেকে প্রায় ১০টি প্যানেল মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। শুধু সদস্যপদেই লড়ছেন ২১৭ জন প্রার্থী। আর ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় ছিলেন।


শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, ডাকসু স্থগিতের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।


এএস