চবি ক্যাম্পাসে থমথমে পরিবেশ, যৌথবাহিনীর কড়া টহল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে যৌথবাহিনী টহল জোরদার করা হয়েছে। ফলে পুরো ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে থমথমে পরিস্থিতি। এ ঘটনায় আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট, জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার ও সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় গিয়ে দেখা যায়, চারপাশ ফাঁকা পড়ে আছে। শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বাস ও শিক্ষার্থীদের শাটল ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে।
আরও পড়ুন: বাকৃবিতে উত্তেজনা, শিক্ষার্থীদের ৬ দফা দাবি ও আলটিমেটাম
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ক্যাম্পাসে ১৪৪ ধারা কার্যকর রয়েছে এবং যৌথবাহিনী টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আশা করা হচ্ছে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান, রোববারের সংঘর্ষের কারণে সোমবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে মঙ্গলবারের কার্যক্রম চালু হবে কি না, তা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন: অসহায়ত্বের কথা তুলে ধরে অঝরে কাঁদলেন চবি উপ-উপাচার্য
এর আগে গত শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত টানা দফায় দফায় সংঘর্ষে প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। তাদের মধ্যে পাঁচ শতাধিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অন্তত ১০ জনের অবস্থা উদ্বেগজনক।
চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহতদের অনেকের মাথায় ও শরীরে গভীর ক্ষত রয়েছে। কেউ ধারালো অস্ত্রে, কেউ লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। বর্তমানে তিনজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এএস