চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪২ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।


রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজার থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।


আরও পড়ুনএবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস


শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় এবং আবাসিক হলে ঢুকে মারধর করে। দুপুরে সমঝোতার চেষ্টা করতে গেলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফও আহত হন।


ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার অভিযোগ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী অনেক দেরিতে এসেছে। তারা যদি আগে আসতো, তাহলে এত শিক্ষার্থী আহত হতো না। এর দায় সরকারকেই নিতে হবে।”


সংঘর্ষে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৪০ শিক্ষার্থীকে।


এসএ/