একাডেমিক প্রগতি ও গবেষণায় একসাথে বুয়েট-বিআইএম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৫ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) যৌথভাবে একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
শনিবার (৩০ আগস্ট) বুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বুয়েটের পক্ষে এতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বাদরুজ্জামান, এবং বিআইএম-এর পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম।
সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে যৌথ উদ্যোগ গ্রহণ, একাডেমিক প্রোগ্রাম পরিচালনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
বুয়েটের পক্ষে এই কার্যক্রমের সমন্বয় করে ইন্সটিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) এবং বিআইএম-এর পক্ষে সমন্বয় করে আইকিউএসি অফিস।
অনুষ্ঠানে বুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ-উপাচার্য,
প্রফেসর ড. এ.কে.এম. মাসুদ, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)
প্রফেসর ড. এন. এম. গোলাম জাকারিয়া, রেজিস্ট্রার, প্রফেসর ড. মহিদুস সামাদ খান, পরিচালক, আইএটি।
বিআইএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ড. মো. মামুনুর রশিদ, পরিচালক, আইকিউএসি, ড. উত্তম কুমার দত্ত, প্রধান, মার্কেটিং বিভাগ।
এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণাভিত্তিক সহযোগিতা, প্রযুক্তি উদ্ভাবন, এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নকে ত্বরান্বিত করবে বলে আয়োজকরা মত প্রকাশ করেন।
এসডি/