ডাকসু নির্বাচন
প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ ঘটনায় ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে দেওয়া এক পোস্টে ফরহাদ লেখেন, “আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।”
আরও পড়ুন: আন্দোলনে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
তিনি আরও উল্লেখ করেন, “বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।”
এর আগে রোববার সকালে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ফরহাদ হাইকোর্টে এ রিট দায়ের করেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির তিনদিন ক্লাস-পরীক্ষা বন্ধ
রিট আবেদনে বলা হয়েছে, এস এম ফরহাদ গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলে প্রার্থী হতে পারলেন -সে প্রশ্ন তুলে তার প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।
এএস