চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এই আদেশ জারি করেন।
আদেশ অনুযায়ী, রবিবাার দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।
এসডি/