Logo

জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত 

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১১
46Shares
জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত

জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার

বিজ্ঞাপন

মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ-২০২৫ (বিশ্ব ইসলামি সম্মেলন) উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় দাওয়াতি মিশন সভা ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) মহাখালী আই.ডি হাসপাতালের অডিটোরিয়ামের সভাকক্ষে এই ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় পরিষদ ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আব্দুল জব্বার বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনই ক্ষমতার রাজনীতি করেনি। আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকেই চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবার সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুন্ন রেখে জীবন যাপন করতে পারি-রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতাকর্মীরা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনের মহা আহ্বানে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD