Logo

সবার আগে পড়াশোনা করতে হবে: মির্জা ফকরুল

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২৪
39Shares
সবার আগে পড়াশোনা করতে হবে: মির্জা ফকরুল
ছবি: সংগৃহীত

১৫ বছরে আওয়ামী লীগ অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল

বিজ্ঞাপন

ছাত্রদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে এবং নিজের পায়ে মাথাউঁচু করে দাঁড়াতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে, গায়ের জোরে টিকে থাকতে চায়। দেশের সবকিছুই ধ্বংস করে দেয়।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র এবং মানুষের অধিকারকে রক্ষা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এ বিষয়গুলো সামনে রেখে আমাদের এগুতে হবে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্য ও দুর্নীতিকে দূর করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে আমাদের ঐক্য প্রয়োজন। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD