Logo

যারা আ.লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা: দুদু

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারী, ২০২৫, ০২:৩১
30Shares
যারা আ.লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা: দুদু
ছবি: সংগৃহীত

যারা আ.লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা: দুদু

বিজ্ঞাপন

বিএনপি গরিব, মধ্যবিত্ত মানুষের দল। আন্দোলন-সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপিকে তুলনা করে তারা শয়তানের বাবা। তাদের মতো শয়তান আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুদু বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা কী করলেন? এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ- কোনো কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কী জন্য এসেছেন আপনারা? অনেকেই শিশুসুলভ বক্তব্য দেন। এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু তখন বিএনপি আন্দোলনে নেমেছে। ১৫ বছর পরে আপনারা আন্দোলন করলেন। সবাই আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা কী ছিল এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, খুন হবে না, গুম হবে না, বাজার নিয়ন্ত্রণ হবে, দুর্নীতি বন্ধ হবে. সীমাহীন ব্যাংক লুট, ঘুস-দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলা এখন দুঃখজনক পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছাত্র-জনতার ওপর গুলি করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে।

বিজ্ঞাপন

শিবিরকে উদ্দেশ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শিবির তো বলে তারা ছাত্রলীগের মধ্যে ছিল। তাহলে ছাত্রলীগ যাদের পিটিয়েছে, শিবিরও তাদেরকে পিটিয়েছে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে এসেছে। সে তো ছাত্রলীগে আবার যেতে পারবে না। কারণ ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন।

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উদ্দেশে দুদু বলেন, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন। মানুষ তো আপনাদের এমনিই ভোট দেবে। এরশাদ পতন আন্দোলনের সময় মেইন ভূমিকা পালন করেছিল ছাত্রদল। পরে বিএনপি ক্ষমতায় আসে। নির্বাচন হলে ওই হিসাবে তো আপনাদের জেতার কথা।

বিজ্ঞাপন

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, বিএনপি গরিব,মধ্যবিত্ত মানুষের দল। আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা। তাদের মতো শয়তান আর কেউ নেই। ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। দেশের মানুষ ১৬ বছর দেখেছে আওয়ামী লীগ দেশের কী পরিস্থিতি করেছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশে তিনি বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোনো কাজ করবেন না যেন আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়, আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার, কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা আকাঙ্ক্ষা করতে চাই এই বছরের মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সরকারপ্রধান হিসেবে ড. ইউনুসও বলেছেন এই বছরের মধ্যে অথবা ২৬ এর প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যেন থাকে, তাহলে ভালো কিছু হবে। কারণ আমরা চাই আপনাকে (ড. ইউনুস) ফুলের মালা দিয়ে বসিয়েছি। তেমনি ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই।

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে তিনি বলেন, ভারতকে ছোট করে দেখবেন না। শেখ হাসিনা প্রচুর দুর্নীতি করেছে। তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। এই শক্তিকে ছোট করে না দেখে আন্দোলনকারী শক্তিদের বলবো একটু হুসে থাকতে হবে। এই সচিবালয়ে এখনো আওয়ামী লীগ দোসররা রয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় ও উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাসির জামাল, কৃষক দলের নেতা এস কে সাদি, আব্দুর রাজি, বিপি মাসুম, আমির হোসেন বাদশা, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD