শেখ মুজিবকে হত্যা করা হয়নি, সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে: মেজর ডালিম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫
শেখ মুজিবকে হত্যা করা হয়নি, শেখ মুজিব মারা গেছেন, ১৯৭৫ সালের পৃথিবী কাঁপানো মুজিব পরিবারের হত্যাকাণ্ড নিয়ে এভাবেই দাবি করেন, ১৫ আগস্টের প্রধান কুশিলব বলে পরিচিত মেজর ডালিম।
রবিবার (৫ জানুয়ারি) সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিলেন মেজর ডালিম
মেজর ডালিম বলেন, শেখ মুজিবকে তো হত্যা করা হয়নি। ১৯৭৫ সালে তিনি সেনা অভুথ্থানে মারা গেছেন। দুইপক্ষের গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে।
এ সময় তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তার জুলুমের মাত্রা এতোটাই বাড়িয়ে দিয়েছিলো, সৈরাচারী আচরণে মানুষ আল্লাহর কাছে মুক্তি চাচ্ছিলো তার জুলুমের অবসানের জন্য।
ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়ে এসময় ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন।
আরও পড়ুন: পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন
এসময়, নতুন প্রজন্মের ছাত্র জনতা ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফল হয়েছে উল্লেখ করে তাদেরকে অভিনন্দন জানান মেজর ডালিম। বলেন সম্পূর্ন বিজয় এখনো অর্জন হয়নি। চলমান বিপ্লবের ধারার সাথে থাকার আহবান জানান মেজর ডালিম।
আরএক্স/