১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, কেমন আছেন অভিনেতা?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫


১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, কেমন আছেন অভিনেতা?
সংগৃহীত ছবি

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন ভারতের দক্ষিণী তারকা অজিত কুমার। এ সময় ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি।


আরও পড়ুন: গভীর রাতে ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, ঝাঁপ দিতে চেয়েছিলেন ১৭ তলা থেকে


ভারতীয় গণমাধ্যমের সূত্রের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের বাইরে রেসিংয়েও ভীষণ অনুরাগী তিনি। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।


এই রেসিং প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হচ্ছে, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। নিয়ম অনুযায়ী অজিত অনুশীলন করেছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।



সে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা গেছে, দ্রুতবেগে চলা গাড়িটি ধাক্কা মারে একটি পাথরে। পরে অভিনেতাকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’


আরও পড়ুন: আয়োজকদের বিরুদ্ধে যেসব দুর্ব্যবহারের অভিযোগ হানিয়ার


প্রসঙ্গত, অভিনয়ের বাইরে রেসিং ও মোটরসাইকেল চালানো প্যাশন অজিতের। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে।


এসডি/