Logo

১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, কেমন আছেন অভিনেতা?

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৩
31Shares
১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, কেমন আছেন অভিনেতা?
ছবি: সংগৃহীত

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন ভারতের দক্ষিণী তারকা

বিজ্ঞাপন

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন ভারতের দক্ষিণী তারকা অজিত কুমার। এ সময় ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের সূত্রের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের বাইরে রেসিংয়েও ভীষণ অনুরাগী তিনি। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

বিজ্ঞাপন

এই রেসিং প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হচ্ছে, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। নিয়ম অনুযায়ী অজিত অনুশীলন করেছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

বিজ্ঞাপন

সে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা গেছে, দ্রুতবেগে চলা গাড়িটি ধাক্কা মারে একটি পাথরে। পরে অভিনেতাকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনয়ের বাইরে রেসিং ও মোটরসাইকেল চালানো প্যাশন অজিতের। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD