সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫
সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
আরও পড়ুন: সাভারের ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা,সন্ত্রাসী মুসা গ্রেফতার!
জানা যায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২ টা ৫০ মিনিটে সময় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল বলেন, ‘রাত ২ টা ৫০ মিনিটের সময় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে অগ্নিকান্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসে ২ টা ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এদিকে মহাসড়কে অগ্নিকান্ডের খবর পেয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
আরও পড়ুনি: দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাভার প্রেসক্লাবে মানববন্ধন
মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন। রাত ২ টা ৫০ মিনিটের সময় সাভার থেকে ছেড়ে আসা ঢাকা লেনে রাজফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে একটি চলন্ত এ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এছাড়াও অপর আরও একটি বাস দুই গাড়িকে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সসহ তিনটিতে গাড়িতে আগুন ধরে যায় । এসময় আগুনে এ্যাম্বুলেন্স এর চার যাত্রী নিহত হয়। তাদের পুড়ে যাওয়ায় লাশ সনাক্ত করা যায়নি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এসডি/