গৌরীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রধান শিক্ষক নাসরীন সুলতানার বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।
বিজ্ঞাপন
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন সুলতানার বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ৪ টায় গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়েন এলাকাবাসীর পক্ষে উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য কামাল হোসেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা তার দাম্ভিকতা ও রাজনৈতিক নেতার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আর্থিকভাবে দুর্ণীতির বিরুদ্ধে গত ২৫ আগস্ট ২৪ ইং তারিখে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করি। পরবর্তীতে গত ৩ অক্টোবর ২০২৪ ইং তারিখ সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সরজমিনে তদন্ত করার সময় প্রধান শিক্ষক তার অপকর্মের কথা অকপটে স্বীকার করে
জবান বন্দি দেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগীরা পরবর্তী সময় শিক্ষা অফিস সুত্রে জেনেছেন উক্ত প্রতিবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরন করে।
বিজ্ঞাপন
কিন্ত অদ্যবধি উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন প্রকার বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের উন্নয়নসহ শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকসহ এলাকাবাসী। আগামী সপ্তাহের মধ্যে দৃশ্যমান কোন শাস্তুি বা বিভাগীয় ব্যবস্হা না নিলে এলাকাবাসী ও অভিভাবকরা মিলে বিক্ষোভ সহ মানববন্ধন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এসডি/